বিবিএ নিউজ.নেট | ১৮ আগস্ট ২০২১ | ১১:৩৪ পূর্বাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত এমবি ফার্মার চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৭৩ শতাংশ কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা (ইপিএস) হয়েছিল ২.৩৮ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ১.৭৩ টাকা বা ৭৩ শতাংশ কমেছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে (জানুয়ারি’২১-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। আগের অর্থবছর একই সময় মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৭৫ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৪৫ টাকা বা ৬০ শতাংশ কমেছে।
২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.২৫ টাকায়।
বাংলাদেশ সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy