বিবিএনিউজ.নেট | ০৪ ফেব্রুয়ারি ২০২০ | ১:১৭ অপরাহ্ণ
এম শামসুল আরেফিন এনসিসি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতির আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে সিআরএম বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।
এছাড়া ২০১৮ সালের অক্টোবরে এনসিসি ব্যাংকে যোগদানের পর তিনি করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
এম শামসুল আরেফিন ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ারের সূচনা করেন। পরে তিনি ওয়ান ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে কাজ করেছেন। দুই দশকের বেশি সময় ব্যাংকিং পেশায় তিনি প্রিন্সিপাল শাখাসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।
এম শামসুল আরেফিন ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণীসহ স্নাতক (সম্মান), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীসহ স্নাতকোত্তর (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ সময়: ১:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed