নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ | প্রিন্ট | 140 বার পঠিত
পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২৩তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৃহস্পতিবার (১৫ জুন) অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আফতাব উল ইসলাম এফসিএ।
এ সময় কোম্পানির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বিধু ভূষণ চক্রবর্তীসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন প্রধান আর্থিক কর্মকর্তা শরিফুল ইসলাম চৌধুরী।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা নগদ লভ্যাংশ প্রদানে সন্তোষ প্রকাশ করেন। আগামীতে আরো ভালো নগদ লভ্যাংশের আশা প্রকাশ করেন। সমাপ্ত অর্থ বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৭ টাকা। যা আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৩৩ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৫৩ টাকা। বছর সমাপান্তে ব্যবসায়িক এমন পরিসংখ্যানের প্রতি লক্ষ্য রেখে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারনসহ যাবতীয় আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
Posted ৭:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
bankbimaarthonity.com | rina sristy