• এসআইবিএলের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন

    বিবিএনিউজ.নেট | ১৪ জুলাই ২০১৯ | ৩:৫১ পিএম

    এসআইবিএলের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন
    apps

    সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দুদিনব্যাপী অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১৯ ঢাকার লা মেরিডিয়ান হোটেলে ১২-১৩ জুলাই আয়োজন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। এছাড়া অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. সাঈদুর রহমান ও মো. কামাল উদ্দিন। ব্যাংকের চেয়ারম্যান তার বক্তব্যে উল্লেখ করেন, বৃহত্তর অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে এবং দেশের উন্নয়ন অভ্যন্তরীণ উৎস থেকেই হচ্ছে, এটা আমাদের উন্নয়নের উল্লেখযোগ্য প্রমাণ। তবে ব্যাংকিং খাতে নানা অস্থিরতা বিরাজ করছে, তা সত্ত্বেও সবার সম্মিলিত প্রচেষ্টায় এসআইবিএলের বিভিন্ন সূচক ভালো রয়েছে। তিনি ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে মূল্যবান দিকনির্দেশনা দেন এবং গ্রাহকসেবার মানোন্নয়নের জন্য ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তাদের আহ্বান জানান।

    উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী উল্লেখ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এসআইবিএল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা দেশের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। ফলে ব্যাংকের ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান, জ্যেষ্ঠ নির্বাহী ও ১৫৭টি শাখার ব্যবস্থাপকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলনে জানুয়ারি-জুন সময়ে ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং জুলাই-ডিসেম্বর সময়ের জন্য কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করা হয়।

    Facebook Comments Box


    বাংলাদেশ সময়: ৩:৫১ পিএম | রবিবার, ১৪ জুলাই ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    December 2023
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি