| ০৫ মার্চ ২০১৯ | ৩:০২ অপরাহ্ণ
সারা দেশে স্কুল ব্যাংকিংকে আরও প্রসারিত করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) লিড ব্যাংক হিসেবে ২ মার্চ কক্সবাজারে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৯ আয়োজন করে। কনফারেন্সে কক্সবাজার অঞ্চলের ৩৭টি ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক এস এম রবিউল হাসান, বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. আবুল বশর। কক্সবাজারের বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ কক্সবাজারের গণ্যমান্য ব্যক্তিরা এই কনফারেন্সে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৩:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed