বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ | প্রিন্ট | 2011 বার পঠিত
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর ২৪তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার ঢাকা কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৮ সালের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। পরিচালনা পর্ষদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানী সেক্রেটারি এবং উর্ধ্বতন নির্বাহীরা। সভায় বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ তাঁর স্বাগত বক্তব্যে সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা, বিনিয়োগ, আমানতসহ সকল সূচকে ইতিবাচক অগ্রগতি অব্যাহত রয়েছে এবং আগামীতেও সোশ্যাল ইসলামী ব্যাংকের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি শেয়ারহোল্ডারদের আশ্বস্ত করেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তাঁর বক্তব্যে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের অতীতের ন্যায় আগামীতেও ব্যাংকের অগ্রগতিতে সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।
Posted ১:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed