
বিবিএ নিউজ. নেট | বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 434 বার পঠিত
এসএমই প্ল্যাটফর্মে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য প্রথম কোম্পানি হিসেবে অনুমোদন পেয়েছে নিয়াকো অ্যালুস লিমিটেড।
কোম্পানিটি কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিআইও) মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে সাড়ে ৭ কোটি টাকা মূলধন উত্তোলন করবে।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কমিশন নিয়াকো অ্যালুস লিমিটেডকে এসএমই সেক্টরে দীর্ঘমেয়াদি অর্থায়নের লক্ষ্যে অনুমোদন দিয়েছে। নিয়াকো অ্যালুস ১০ টাকা মূল্যে ৭৫ লাখ শেয়ার ইস্যু করে সাড়ে ৭ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে কোম্পানিটি যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে এই টাকা সংগ্রহ করবে। সংগ্রহ করা টাকা দিয়ে কোম্পানিটি ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
রেজাউল করিম আরও জানান, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বরে আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। এই সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৪৩ পয়সা।
কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
Posted ৭:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | rina sristy