বিবিএনিউজ.নেট | ৩১ মার্চ ২০১৯ | ১১:৩৭ পূর্বাহ্ণ
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের ১৩তম বার্ষিক সাধারণ সভা শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারপারসন কেএম হাবিব উল্লাহ সভায় সভাপতিত্ব করেন। সভায় সদস্যরা এসএমই খাতের উন্নয়নে ফাউন্ডেশনের বিগত বছরের কর্মসূচিগুলো পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন এবং ২০১৭-১৮ সময়ের বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ এবং সাধারণ পর্ষদের সদস্যদের মধ্যে সালাহউদ্দিন মাহমুদ, অতিরিক্ত সচিব শিল্প মন্ত্রণালয়; মো. মোশতাক হাসান, চেয়ারম্যান বিসিক; ড. মো. মফিজুর রহমান, মহাপরিচালক বিটাক; বিজয় ভট্টাচার্য, ভাইচ চেয়ারম্যান, ইপিবি; অরিজিৎ চৌধূরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed