| ১২ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:২১ অপরাহ্ণ
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন পুনর্নির্বাচিত হয়েছেন। রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৮৭তম পর্ষদ সভায় তিনি সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এ পদে পুনরায় নির্বাচিত হন।
আমজাদ হোসেন ২০১৩ সালে যাত্রা করা এসবিএসি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি লকপুর গ্রুপের কর্ণধার। হিমায়িত খাদ্য শিল্প খাতের একজন শীর্ষ উদ্যোক্তাও তিনি। সিআইপি (রফতানি) আমজাদ হোসেন বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে অনার্সসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান লকপুর গ্রুপে সম্পৃক্ত হন। তার নেতৃত্বে গ্রুপটি ৩৬ বছরের বেশি সময় ধরে সি-ফুড শিল্পে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে। এছাড়া প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, পাটজাত পণ্য, সিরামিক, শিপিং, পরিবেশবান্ধব ব্রিকফিল্ডের ব্যবসাসহ দেশী ও আন্তর্জাতিক পর্যায়ের বাণিজ্যেও সম্পৃক্ত আমজাদ হোসেন।
বাংলাদেশ সময়: ৩:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed