| সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট | 500 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের প্রতিষ্ঠান এসিআই ফরমুলেশন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।
২৩ ডিসেম্বর রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে এই লভ্যাংশ অনুমোদন করে কোম্পানি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ প্রদান করা হয়। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৫ পয়সা। আগের বছর এর পরিমাণ ছিল ২ টাকা ৫৬ পয়সা। অন্যদিকে শেয়ারপ্রতি সম্পদমূল্য হয়েছে ৫৪ টাকা ৯৬ পয়সা। আগের বছর যা ছিল ৫৫ টাকা ৬১ পয়সা।
কোম্পানির চেয়ারম্যান মো. আনিস উদ-দৌলার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস, পরিচালক নাজমা দৌলা, ড. আরিফ দৌলা, ড. একেএম ফারিজুল হক আনসারি ও স্বতন্ত্র পরিচালক আবদুল মুয়ীদ চৌধুরী, কামরান তানভিরুর রহমানসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
Posted ১:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed