| বুধবার, ২৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 64 বার পঠিত
অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মাকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে গত ২৭ আগস্ট কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৮ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৩ টাকা ৯০ পয়সা। আর গত ২৫ আগস্ট শেয়ারদর কমে দাঁড়িয়েছে ৪৭ টাকা ৪০ পয়সা। অর্থাৎ ১৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৬ টাকা ৫০ পয়সা।
এই দর কমাকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ১:৪৯ অপরাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan