• ওড়িশার উপকূলে আঘাত হেনেছে ফণী

    বিবিএনিউজ.নেট | ০৩ মে ২০১৯ | ১১:৩৩ পূর্বাহ্ণ

    ওড়িশার উপকূলে আঘাত হেনেছে ফণী
    apps

    অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের ওড়িশার উপকূলে আঘাত হেনেছে। আজ শুক্রবার সকালে ফণী এই আঘাত হানে।

    এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ঘূর্ণিঝড় ফণীর আঘাতের পর প্রবল ঝোড়ো হাওয়া বইছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার।

    Progoti-Insurance-AAA.jpg

    ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় ওড়িশার রাজ্য সরকার আগেই উপকূলবর্তী ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।

    ঘূর্ণিঝড় চলাকালে লোকজনকে বাইরে বের না হয়ে ঘরে অবস্থান করতে বলা হয়েছে।


    ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ওডিশায় প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল রয়েছে। দুপুর পর্যন্ত এই অবস্থা চলতে পারে।

    ফণী উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ধীরে ধীরে তা দুর্বল হবে।

    ফণী মোকাবিলায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্টগার্ড প্রস্তুত রয়েছে।

    ঘূর্ণিঝড় ‘ফণী’ নামটি দিয়েছে বাংলাদেশ। এর অর্থ সাপ বা ফণা তুলতে পারে এমন প্রাণী। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে। ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই কমিটির নয়টি দেশ। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওমান ও ইয়েমেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:৩৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ মে ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি