নিজস্ব প্রতিবেদক | ০৮ ডিসেম্বর ২০২১ | ৪:১৪ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ৩০ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি সকাল সোয়া ১০টায় এজিএমের সময় ঘোষণা করেছিল। এছাড়া এজিএমের অন্যান্য সময় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরে ওয়াটা কেমিক্যালস ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
/এস
বাংলাদেশ সময়: ৪:১৪ অপরাহ্ণ | বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | Masudul Haque