• ওয়ান ব্যাংকের নতুন চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান

    বিবিএনিউজ.নেট | ১৯ অক্টোবর ২০২০ | ১২:২৮ অপরাহ্ণ

    ওয়ান ব্যাংকের নতুন চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান
    apps

    ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এএসএম শহীদুল্লাহ খান। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন যথাক্রমে অশোক দাশ গুপ্ত এবং জহুর উল্লাহ্।

    রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    Progoti-Insurance-AAA.jpg

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার থেকে আগামী এক বছর মেয়াদে তারা নির্বাচিত হয়েছেন।

    প্রয়াত বিচারপতি ও সাবেক স্পিকার আব্দুল জব্বার খানের পুত্র শহীদুল্লাহ খান সদ্য বিদায়ী চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। তিনি এতদিন ব্যাংকটির পরিচালক পদে ছিলেন।


    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদুল্লাহ খান ঢাকা বোর্ডের অধীনে এসএসসিতে সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেন শহীদুল্লাহ খান।

    শহীদুল্লাহ্ খান মিডিয়া নিউ এইজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক এবং ইংরেজি দৈনিক নিউ এইজ পত্রিকার প্রকাশক। এছাড়াও তিনি হলিডে পাবলিকেশন লিমিটেডেরও একজন পরিচালক ও বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১২:২৮ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি