বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯ | প্রিন্ট | 1138 বার পঠিত
ওয়ান ব্যাংক লিমিটেড এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে ১২ মার্চ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সকল গ্রাহক ওয়ান ব্যাংকের যেকোনো শাখায় প্রিমিয়াম প্রদান করতে পারবেন।
ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এম ফখরুল আলম এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অজিত চন্দ্র আইচ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ ছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক, রোজিনা আলিয়া আহমেদ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও, মীর রাশেদ বিন আমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৩:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed