নিজস্ব প্রতিবেদক | ১৭ জানুয়ারি ২০২১ | ৪:৫০ অপরাহ্ণ
‘এন’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে। আগামীকাল ১৮ জানুয়ারি, সোমবার থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ এবং ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।
বাংলাদেশ সময়: ৪:৫০ অপরাহ্ণ | রবিবার, ১৭ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan