
বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ১৪ মে ২০১৯ | প্রিন্ট | 427 বার পঠিত
খাদ্যপণ্যে ভেজাল রোধের পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিহাব উদ্দিন খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী মো. ফরিদুল ইসলাম। পরে মোখলেছুর রহমান বলেন, আমরা আশা করি সরকার খাদ্যে ভেজাল প্রতিরোধের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। খাদ্যপণ্যের পাশাপাশি পাইপলাইনে সাধারণ মানুষের জন্য ওয়াসার বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে বলেছে আদালত।
এর আগে গত ৮ মে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ ঢাকায় ওয়াসার কোন কোন এলাকার পানি সবচেয়ে বেশি অনিরাপদ তা জানতে চায়। পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে এমন প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করার পর হাইকোর্ট এ আদেশ দেয়। গত ১১ অক্টোবর বিশ্বব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, দেশের সাড়ে সাত কোটি মানুষ অনিরাপদ উৎসের পানি পান করে। ৪১ শতাংশ পানির নিরাপদ উৎসগুলোতে রয়েছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। ১৩ শতাংশ পানিতে রয়েছে আর্সেনিক। পাইপের মাধ্যমে সরবরাহ করা পানিতে এ ব্যাকটেরিয়ার উপস্থিতি সবচেয়ে বেশি, প্রায় ৮২ শতাংশ। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে পত্র-পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়। প্রতিবেদন যুক্ত করে হাই কোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়। এরপর হাইকোর্ট এ আদেশ প্রদান করে। এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার আগে ওয়াশার এমডিকে গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য না দেয়ার নির্দেশনা প্রদান করে হাইকোর্ট।
Posted ১০:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed