নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 236 বার পঠিত
বীমা প্রতিষ্ঠানসমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের(ক্যামেলকো) নিয়ে পর্যটন নগরী কক্সবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্যামেলকো সম্মেলন-২০২৫। কক্সবাজারের লং বীচ হোটেলে আজ ১৯ সেপ্টেম্বর ও ২০ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ সম্মেলনের আয়োজন করেছে।
ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দু’দিনব্যাপী এ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইডিআরএ, ব্যাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ এবং বীমা কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Reporter Rasel