বিবিএনিউজ.নেট | ২৭ ডিসেম্বর ২০১৯ | ১১:৩০ পূর্বাহ্ণ
এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন গুণী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। বরেণ্য অভিনেত্রী-নির্মাতা সারাহ বেগম কবরীর সরকারি অনুদান প্রাপ্ত সিনেমায় সংগীত পরিচালনার কাজটি করবেন সাবিনা। সিনেমার নাম ‘এই তুমি সেই তুমি’।
এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, এবার আর কবরীর অনুরোধ ফেলে দিতে পারিনি। তার অনুরোধ রাখতে কঠিন এই কাজটি করতে রাজি হয়েছি। তবে এর জন্য আমাকে অনেক ভাবতে হয়েছে। নতুন অভিজ্ঞতা, ভালো কিছু করার চেষ্টাই করবো।
নতুন বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে ‘এই তুমি সেই তুমি’ সিনেমার শুটিং। পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনায় কবরী নিজেই।
সাবিনা ইয়াসমীন ও করবীর বন্ধুত্ব চার দশকের বেশি সময়ের। কবরীর ঠোঁটে প্রাণ পেয়েছে সাবিনার অসংখ্য গান। তাই দীর্ঘদিনের বন্ধুর অনুরোধ রাখতে তারই সিনেমায় সংগীত পরিচালনা করতে রাজি হয়েছেন সাবিনা।
বাংলাদেশ সময়: ১১:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed