নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 760 বার পঠিত
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে জানাজা শেষে কবির বড় ছেলে শরীফ মাহমুদ জানান, বায়তুল মোকাররমে দ্বিতীয় এবং ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইলে কবির তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এ সময় তিনি জানান, রোববার ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে কবিকে সমাহিত করার প্রস্তুতি নিয়েছেন তারা।
শুক্রবার রাত ১১টার কিছু পরে বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে আল মাহমুদের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোনালী কাবিনের কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
Posted ২:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed