• কমেছে সূচক বেড়েছে লেনদেন

    বিবিএ নিউজ.নেট | ২৬ এপ্রিল ২০২১ | ৪:১৯ অপরাহ্ণ

    কমেছে সূচক বেড়েছে লেনদেন
    apps

    টানা ৯ কার্যদিবস উত্থানের পর আজ সোমবার দেশের উভয় পুঁজিবাজারের সূচক কমার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন প্রধান সূচকের পাশাপাশি কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে।

    বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ  ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৩৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৪৮৫.৮৬ পয়েন্টে। তবে ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ৭.০৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮.২০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১২৬২.৮০ পয়েন্টে এবং ২১২৫.৮৯ পয়েন্টে।

    Progoti-Insurance-AAA.jpg

    আজ ডিএসইতে ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬ কোটি ৮৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকার।

    ডিএসইতে ৩৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০২টির বা ২৮.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৯১টির বা ৫৩.৮০ শতাংশের এবং বাকি ৬২টির বা ১৭.৪৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।


    অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.৫০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫ হাজার ৮২৮.৮২ পয়েন্টে। সিএসইতে আজ ২৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

    এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দর বেড়েছে, কমেছে ১৩৪টির আর ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৪:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৬ এপ্রিল ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি