
বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ | প্রিন্ট | 379 বার পঠিত
সন্দেহভাজন করোনা রোগীদের পরীক্ষার নমুনা সংগ্রহের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের তৈরি অভিন্ন ফরম ব্যবহারের নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে বলা হয়, এখন থেকে সরকারি-বেসরকারি পর্যায়ে পরিচালিত করোনা ল্যাবরেটরিতে স্বাস্থ্য অধিদফতরের তথ্যব্যবস্থাপনা, গণযোগাযোগ ও কমিউনিটি মোবিলাইজেশন কমিটির পরামর্শে তৈরিকৃত নমুনা ফরম ব্যবহার করতে হবে।
স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, কোভিড-১৯ এর নমুনা সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ফরম ব্যবহার করায় নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। কোথাও কোথাও সরকারি আরটি-পিসিআর ল্যাবরেটরির নামে ফরম ছাপিয়ে ওই ল্যাবরেটরিতে পরীক্ষা না করিয়ে ভুয়া রিপোর্টও প্রদান করার অভিযোগ পাওয়া যাচ্ছে।
রাজধানীর রিজেন্ট হাসপাতালে অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। রোগীদের কাছ থেকে করোনার নমুনা নিয়ে সেগুলো টেস্ট না করেই মনগড়া রিপোর্ট দিত রিজেন্ট হাসপাতাল অভিযানে এমন প্রমাণ পায় র্যাব।
Posted ১২:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed