• করোনার বিষয়ে কর্মীদের সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

    বিবিএনিউজ.নেট | ১৯ মার্চ ২০২০ | ১:০৮ অপরাহ্ণ

    করোনার বিষয়ে কর্মীদের সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক
    apps

    বিশ্বব্যাপী মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। ইতিমধ্যে বাংলাদেশে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। করোনা মহামারির সংক্রামক থেকে বাঁচতে কর্মীদের সতর্ক করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। জ্বর, ঠান্ডা, হাঁচি, কাশি রয়েছে এমন ব্যক্তি ও বহিরাগতদের সংস্পর্শে না আসার নির্দেশনা দেয়া হয়েছে।

    বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বিশেষ সভায় এ নির্দেশনা দেয়া হয়। গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে সভায় ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

    Progoti-Insurance-AAA.jpg

    সভায় করোনাভাইরাসের ভয়াবহতা এবং সচেতনতা বিষয়ক একটি ভিডিও উপস্থাপন করা হয়।

    এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, করোনাভাইরাসে দেশেও অনেকে আক্রান্ত হয়েছে। একজন মারাও গেছেন। মহামারী প্রাণনাশক এ সংক্রামক থেকে বাচঁতে কর্মীদের বেশকিছু বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।


    পরিষ্কার পরিচ্ছন্নতা হাঁচি-কাশি, জ্বর, সর্দির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি এসব লক্ষণ যাদের দেখা যাবে তাদের সংস্পর্শে না আসতে বলা হয়েছে।

    তিনি বলেন, বাহিরের অনেক লোক বিভিন্ন কাজে বাংলাদেশ ব্যাংকে আসেন। তাদের মাধ্যমে যেন এ ভাইরাস না ছড়ায় সে জন্য কেন্দ্রীয় ব্যাংকের মূল প্রবেশ গেটে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    পুরোনো ব্যাংক নোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নতুন-পুরোনো দুই ধরনের নোটেই এ ভাইরাস ছড়াতে পারে। এখনই বাজার থেকে পুরোনো নোট তুলে নেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

    নভেল করোনাভাইরাস চীনের উহানে প্রথমে শনাক্ত হয়, যা ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। সর্বশেষ করোনাভাইরাসে বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি