| শনিবার, ২৫ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 551 বার পঠিত
সোনালী ব্যাংকের রংপুর বাজার শাখার চার জন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শাখাটি কয়েকদিন ধরে বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে মোট ৭ জন কর্মকর্তার সর্দি-জ্বর ও কাশির উপসর্গ দেখা দিলে শাখাটি বন্ধ ঘোষণা করা হয়।
আজ শনিবার (২৫ এপ্রিল) ওই কর্মকর্তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। সাত জনের মধ্যে করোনা পজিটিভ এসেছে চারজন ব্যাংক কর্মকর্তার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান।
এর আগে, গত ২০ এপ্রিল সোমবার একজন কর্মকর্তার করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় রাজধানীর দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। শাখাটি এখনও বন্ধ রয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান জানান, যে কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার সঙ্গে আরও চার কর্মী ছিলেন। তারাসহ শাখার সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখন আপাতত ব্যাংকের শাখাটি বন্ধ থাকবে। বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখায় হবে বলেও জানান তিনি।
Posted ৯:৪২ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saed khan