
বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ | প্রিন্ট | 798 বার পঠিত
করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের আর্থিক খাতভিত্তিক বহুল প্রচারিত সাপ্তাহিক উত্তমাশা পত্রিকার সম্পাদক খন্দকার একরামুল হক।
ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার সকাল ১১টা ১৫ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মরহুমের ভাই এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি জানান, করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এলে একরামুল হক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
কর্মজীবনে একরামুল হক সাপ্তাহিক রোববারসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেছেন। নামাজে জানাজা শেষে কুমিল্লা চৌদ্দগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
খন্দকার একরামুল হক ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ইকোনমিক অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন।
তার মৃত্যুতে ইকোনমিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ মুনীরুজ্জামান এক বিবৃতিতে
তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Posted ২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed