নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 362 বার পঠিত
গত বছরের ডিসেম্বর থেকে ছড়িয়ে পড়তে শুরু করে করোনা ভাইরাস। এখন পর্যন্ত ১৭৫টি দেশে করোনা সংক্রমিত হয়েছে বলে রিপোর্ট প্রকাশ হয়েছে। তবে ১৮টি দেশে করোনা সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়নি। দেশগুলো হলো- নাউরু, উত্তর কোরিয়া, পালাউ, সামোয়া, সাও টমি এন্ড প্রিন্সিপি, সলমোন দ্বীপপুঞ্জ, দক্ষিণ সুদান, তাজিকিস্তান, টঙ্গা, তুর্কিমিনিস্তান, টুভালু, ভানুয়াতু ও ইয়েমেন।
প্রায় সব কয়টিই দ্বীপরাষ্ট্র। ফলে প্রাকৃতিকভাবেই রাষ্ট্রগুলো আইসোলেটেড হয়ে আছে। এসব রাষ্ট্রে পর্যটকও যান না বেশি। শুধুমাত্র বিমানবন্দর বন্ধ করে দিয়েই দেশগুলো নিজেদের করোনা সংক্রমণ বন্ধ নিশ্চিত করতে পারছে।
Posted ৩:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne