• কর্মসংস্থান ব্যাংকের নতুন চেয়ারম্যান কানিজ ফাতেমা

    বিবিএনিউজ.নেট | ২০ এপ্রিল ২০১৯ | ১০:৫৫ পূর্বাহ্ণ

    কর্মসংস্থান ব্যাংকের নতুন চেয়ারম্যান কানিজ ফাতেমা
    apps

    সাবেক সচিব কানিজ ফাতেমাকে সম্প্রতি কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি এর আগে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব), শিক্ষা মন্ত্রণালয়াধীন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), পরিকল্পনা বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, অর্থ বিভাগের উপসচিব (বাস্তবায়ন), পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক, দুর্নীতি দমন কমিশনের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। টাঙ্গাইলের ভূঞাপুরে থানা নির্বাহী কর্মকর্তা এবং মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।

    তিনি ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া ১৯৯৫ সালে সাসেক্স ইউনিভার্সিটি, যুক্তরাজ্য থেকে এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি বিষয়ে মাস্টার্স অব আর্টস ডিগ্রি লাভ করেন।

    Progoti-Insurance-AAA.jpg
    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ২০ এপ্রিল ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি