বিবিএনিউজ.নেট | ০৯ জানুয়ারি ২০২১ | ৪:৫৬ অপরাহ্ণ
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া আই লিগের দল কলকাতা মোহামেডানে খেলছেন বলেই ভারতের এই ঘরোয়া ফুটবল আসর নিয়ে বাংলাদেশের ফুটবলামোদীদের বেজায় আগ্রহ। কখন খেলা, কার সঙ্গে খেলা এবং খেলা শুরুর পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে মুহূর্তে আপডেট-অনেক দিন পর ভারতের ঘরোয়া ফুটবল বাংলাদেশে আলোচনায়।
কলকাতার জায়ান্ট মোহামেডান অনেক দিন পর আই লিগে উঠেছে। তাদের লক্ষ্য ভারতের শীর্ষ লিগ আইএসএ-এ কোয়ালিফাই করা। শনিবার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা মোহামেডান লিগের উদ্বোধনী ম্যাচ খেলেছে দিল্লির দল সুদেভা মুনলাইটের বিপক্ষে।
ঘরের মাঠে কলকাতার দলটি জিতেছে ১-০ গোলে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৮ মিনিটে জয়সূচক গোলটি করেন কলকাতা মোহামেডানের ফয়সাল আলী। সুরাজ রাওয়াতের বাড়ানো বল ধরে ফয়সাল ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল করেন।
জামাল ভূঁইয়া একাদশে ছিলেন এবং ৮৭ মিনিট পর্যন্ত খেলেছেন। বাংলাদেশ অধিনায়ক বেশ কয়েকটি নিঁখুত পাস দিয়েছেন সতীর্থদের। ভারতের ঘরোয়া ফুটবলে অভিষেক ম্যাচে নিজের যোগ্যতা অনুযায়ীই খেলেছেন।
কলকাতা মোহামেডানের পরের ম্যাচ ১৪ জানুয়ারি চার্লিস ব্রাদার্সের বিরুদ্ধে। ম্যাচটি হবে পশ্চিমবঙ্গের কল্যানী স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ৪:৫৬ অপরাহ্ণ | শনিবার, ০৯ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed