বিবিএনিউজ.নেট | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট | 540 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান কাট্টলী টেক্সটাইল লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের ভাটিয়ারি গলফ ও কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত সভায় পূর্ব-ঘোষিত ২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করে কোম্পানি কর্তৃপক্ষ।
এজিএমে সভাপতিত্ব করেন কাট্টলী টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান নাসরিন হক। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী, পরিচালক মো. আনোয়ারুল হক চৌধুরী, সিফাত সাবরিনা। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব সত্যব্রত দাশ। এছাড়া কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
এজিএমে শেয়ারহোল্ডাররা গত ৩০ জুন, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়।
আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ২ টাকা ৩৪ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ২০ পয়সা।
Posted ১১:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed