বিবিএনিউজ.নেট | ৩০ জুলাই ২০২০ | ১:০২ অপরাহ্ণ
করোনা মহামারির কারণে কাতারের রাজধানী দোহায় আটকে পড়া ৪১৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার কাতারের দোহা বিমানবন্দর থেকে ৪১৬ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শাহজালাল বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগতদের সবাই করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
ইতোমধ্যে বিমান কোভিড-১৯ সময়কালীন, মুম্বাই, কলকাতা, দিল্লি, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিস, গ্রিস, মাদ্রিদে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।
বাংলাদেশ সময়: ১:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed