• কাদেরকে দেখতে আসছেন দেবী শেঠি

    বিবিএনিউজ.নেট | ০৪ মার্চ ২০১৯ | ১২:৪১ অপরাহ্ণ

    কাদেরকে দেখতে আসছেন দেবী শেঠি
    apps

    গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে ঢাকায় আসছেন ভারতের নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।

    আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখে বেরিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

    Progoti-Insurance-AAA.jpg

    হানিফ বলেন, ভারতের বিখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ঢাকায় আসছেন। আজ দুপুরে তাঁর ঢাকায় আসার কথা।

    আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আজ সকাল সাড়ে ১০টার দিকে ওবায়দুল কাদেরকে দেখতে বিএসএমএমইউতে যান। বেলা সোয়া ১১টার দিকে সেখান থেকে বেরিয়ে আসেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।


    হানিফ জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যালোচনা করছেন তাঁর জন্য গঠিত নিয়মিত মেডিকেল বোর্ডের সদস্যরা। আজ বেলা একটার দিকে তাঁর সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন বিএসএমএমইউয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

    চিকিৎসকদের বরাত দিয়ে হানিফ জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালোর দিকে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তাঁর আশা।

    রোববার ভোরে হঠাৎ শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এরপর তাঁকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করার পর তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।

    ওবায়দুল কাদেরকে দেখতে গতকাল রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর থেকে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসেন। ওবায়দুল কাদেরকে দেখার পর দুই দেশের চিকিৎসকেরা জানান, তিনি এখনো শঙ্কামুক্ত নন। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আপাতত দেশেই তাঁর চিকিৎসা চলবে। প্রয়োজন হলে তাঁকে সিঙ্গাপুরে নেয়া হবে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১২:৪১ অপরাহ্ণ | সোমবার, ০৪ মার্চ ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শেখ হাসিনা মিউনিখের পথে

    ১৪ ফেব্রুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি