বিবিএনিউজ.নেট | ০৭ সেপ্টেম্বর ২০১৯ | ৪:০৮ অপরাহ্ণ
ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প-টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক এবং ফর দ্যা ওমেন বাই দ্যা ওমেন ফোরামে’র আয়োজনে কুড়িগ্রামে শেষ হল ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যাংকি’ শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা।
কুড়িগ্রামের খলিলগঞ্জে এসোসিয়েশন ফর অলটারনেটিভ ডেভলপমেন্টের প্রশিক্ষণ কক্ষে এ কোর্সের আয়োজন করা হয়।
এ প্রশিক্ষণে ২৫ জনক্ষুদ্র নারী উদ্যোক্তাকে বিনামূল্যে ব্যাংকিং এবং অর্থায়নবিষয়ক প্রশিক্ষণ দেয়া হয় যাতে তারা ব্যাংক এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে পারেন। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের ঋণ গ্রহণবিষয়ক কারিগরী সহায়তাও প্রদান করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা ৫ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করেন।
বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ শেষ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অন্যদিকে লালমনিরহাটেও একই বিষয়ে আরেকটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। জেলার আদিতমারী উপজেলা পরিষদে কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী ২৫ জন নারী উদ্যোক্তাকে সনদপত্র প্রদান করা হয়। এ সময় ফর দ্যা ওমেন বাই দ্যা ওমেন ফোরাম এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৮টি জেলা ও উপজেলায় ২৫ জন করে মোট ২শ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও ফর দ্যা ওমেনবাই দ্যা ওমেন ফোরাম।
বাংলাদেশ সময়: ৪:০৮ অপরাহ্ণ | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed