| ২৬ জানুয়ারি ২০১৯ | ৩:২৬ অপরাহ্ণ
সম্প্রতি কুয়াকাটা সমুদ্র সৈকতে খুলনা বিভাগীয় কার্যালয়ের লক্ষ্যমাত্র অর্জনকারী বিভিন্ন স্তরের প্রায় দেড় শতাধিক কর্মকর্তা/কর্মীদের নিয়ে আনন্দ ভ্রমন ও পুরস্কার বিবরনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব বোরহান উদ্দিন মজুমদার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা পেশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর প্রধান কার্যালয়ের উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ জনাব কাজী মোহাম্মদ মনির হোসেন। এছাড়া খুলনা বিভাগীয় কার্যালয়ের এএমডি (উন্নয়ন) জনাব প্রতুল হালদার, এসএএমডি (উন্নয়ন) জনাব রিপন শিকদার ও ডিএমডি (উন্নয়ন) জনাব বেলায়েত হোসেন মিলনসহ অন্যান্য উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৩:২৬ অপরাহ্ণ | শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed