বৃহস্পতিবার ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে

বিবিএ নিউজ.নেট   |   শনিবার, ২০ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   366 বার পঠিত

কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে

চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য হারে কৃষিঋণ বিতরণ বেড়েছে। এ সময় ১৬ হাজার ১৮০ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। যা গত অর্থবছরের একই সময়ে ঋণ বিতরণের পরিমাণ ছিল ১৫ হাজার ৯২ কোটি টাকা। অর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ঋণ বিতরণ বেড়েছে এক হাজার ৮৮ কোটি টাকা।

শুধু ঋণ বিতরণ বাড়েনি আদায়ের পরিমাণও বেড়েছে গত আট মাসে। করোনার মধ্যে আলোচিত সময়ে কৃষিঋণ আদায় হয়েছে ১৭ হাজার ৪৯২ কোটি টাকা। তার আগের বছরে আদায় হয়েছিল ১৫ হাজার ৫০৮ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ের চেয়ে গত আট মাসে ১ হাজার ৯৮৪ কোটি টাকা বেশি আদায় করেছে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন মতে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে কৃষি খাতে মোট বিতরণ হওয়া ঋণের মধ্যে সরকারি ব্যাংকগুলো বিতরণ করেছে ৭ হাজার ৩৩১ কোটি টাকা। অন্যদিকে বেসরকারি ও বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলো বিতরণ করেছে ৮ হাজার ৮৪৮ কোটি টাকা।

চলতি অর্থবছরে ব্যাংকগুলো মোট ২৬ হাজার ২৯২ কোটি টাকা ঋণ বরাদ্দ রেখেছে। যা গত অর্থবছরের (২০১৯-২০) চেয়ে ৮ দশমিক ৯৯ শতাংশ বেশি। ঘোষিত লক্ষ্যমাত্রার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ঋণ বিতরণ করবে ১১ হাজার ৪৫ কোটি টাকা।

সরকারি ব্যাংক লক্ষ্যমাত্রার তুলনায় ৭ হাজার ৩৩১ কোটি ৯২ লাখ টাকা ৬৬ দশমিক ৩৮ শতাংশ বিতরণ করেছে। টার্গেটর ৩০ শতাংশও বিতরণ করতে পারেনি দুটি ব্যাংক। দুটি ব্যাংকের মধ্যে বেসিক ব্যাংক ১৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে মাত্র ২৬ কোটি ৮৫ লাখ টাকা এবং রূপালী ব্যাংক ৪০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে গত আট মাসে বিতরণ করেছে ৮৩ কোটি ৪১ লাখ টাকা।

কৃষি ব্যাংক ৬ হাজার কোটি টাকার মধ্যে ৪ হাজার ৩৬৭ কোটি টাকা বিতরণ করেছে। অগ্রণী ব্যাংক ৬৮০ কোটি টাকার মধ্যে ৩৬৭ কোটি টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ১৫ কোটি টাকার মধ্যে ১৪ দশমিক ১৭ কোটি টাকা, জনতা ব্যাংক ৭৫০ কোটি টাকার মধ্যে ৩৯৯ কোটি টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১ হাজার ৮৫০ কোটি টাকার মধ্যে ১ হাজার ৩৪০ কোটি টাকা, সোনালী ব্যাংক ১২শ’ কোটি টাকার মধ্যে ৭১৮ কোটি টাকা বিতরণ করেছে।

আর বেসরকারি ও বিদেশি ব্যাংকসমূহ ১৫ হাজার ২৪৭ কোটি টাকা ঋণ দেয়ার লক্ষ্য ঠিক করলেও বিতরণ করেছে ৮ হাজার ৮৪৮ কোটি টাকা বা ৫৮ দশমিক শূন্য ৪ শতাংশ।
কৃষিখাতে বিতরণকৃত ঋণগুলোর মধ্যে সবচেয়ে বেশি শস্য খাতে ৮ হাজার ৭১৫ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এরপরে পশু ও পোল্ট্রি ফার্মে বিতরণ করা হয়েছে ২ হাজার ২৮৬ কোটি টাকা।

মোট কৃষিতে বিতরণকৃত ঋণের ৯ দশমিক ৯৩ শতাংশ খেলাপি রয়েছে যা টাকার হিসেবে ৪ হাজার ৩০২ কোটি টাকা। তারমধ্যে সরকারি ৮টি ব্যাংকের ৪ হাজার ১৭ কোটি টাকা এবং বেসরকারি ও বৈদেশিক ব্যাংকগুলোতে ২৮৫ কোটি টাকা ঋণখেলাপি রয়েছে।

Facebook Comments Box
top-1

Posted ২:০৮ অপরাহ্ণ | শনিবার, ২০ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11570 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।