বিবিএ নিউজ.নেট | ০৭ জুলাই ২০২১ | ৪:৫০ অপরাহ্ণ
বাংলাদেশ বাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম কয়েকদিন ধরে অসুস্থ। তিনি এখন বাসায় বিশ্রামে আছেন।
এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র হিসেবে দায়িত্ব নিচ্ছেন নির্বাহী পরিচালক একেএম মহিউদ্দিন আজাদ। তিনি সীমিত সময়ের জন্য দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে একেএম মহিউদ্দিন আজাদ বলেন, ‘আমি এখনো নির্দেশনা পাইনি তবে ভারপ্রাপ্ত মুখপাত্রের দায়িত্ব পালন করব। মুখপাত্র অসুস্থ থাকায় আমাকে দায়িত্ব দেয়া হচ্ছে। তবে প্রজ্ঞাপন এখনো হয়নি। আগামীকাল হয়তো প্রজ্ঞাপনসহ দায়িত্ব আসতে পারে।’
বাংলাদেশ সময়: ৪:৫০ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
bankbimaarthonity.com | rina sristy