• কোটিপতিদের রোগ ডায়াবেটিস!

    বিবিএনিউজ.নেট | ১০ মার্চ ২০১৯ | ১:৪২ অপরাহ্ণ

    কোটিপতিদের রোগ ডায়াবেটিস!
    apps

    হঠাৎ জানতে পারেন জাহিদ হাসানের ডায়াবেটিস। আর এটি তাকে জানান, গ্রামের গুগলম্যান জামিল। জামিল তাকে জানায়, ডায়াবেটিস হলো কোটিপতিদের রোগ। এরপর জাহিদের মধ্যে ভর করে কোটিপতিদের আচরণ। এই সূত্রে ঘটতে থাকবে অদ্ভুত সব ঘটনা।
    এটি মূলত ‘ডায়াবেটিস’ নামের সাত পর্বের নাটকের ঘটনা।

    আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় এতে জাহিদ হাসানকে দেখা যাবে এভাবেই। নাটকটিতে গুগলম্যান হিসেবে থাকছেন জামিল হোসেন। আরও অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, মিঠুসহ অনেকে।
    এর মাধ্যমে বেশ কয়েকদিন বিরতির পর নাটকে ফিরলেন জাহিদ হাসান।
    গতমাসে নেপাল থেকে শুটিং করে দেশে ফিরেই অসুস্থ হয়ে পড়েন জাহিদ হাসান। যার ফলে কয়েক দিন তাকে হাসপাতালেও থাকতে হয়।
    তিনি জানান, এ নাটকটির মাধ্যমে একমাস পর শুটিংয়ে ফিরলেন।
    অভিনেতা জামিল হোসেন বলেন, ‌‘জাহিদ ভাইকে ঘিরেই গল্প। তিনি মূলত আমার সহযোগিতা ও নানা কথায় প্রভাবিত হয়ে বিভিন্ন ধরনের আচরণ করতে থাকবেন। সাত পর্বের এ নাটকের ৬ পর্বে তাকে ডায়াবেটিস রোগী হিসেবেই জানবে দর্শকরা। শেষ পর্বে আসল রহস্য বের হবে।’

    Progoti-Insurance-AAA.jpg

    ৭ থেকে ১০ মার্চ পর্যন্ত নাটকটির দৃশ্যধারণ করা হয়। নাটকটি ঈদের বিশেষ আয়োজনের জন্য নির্মিত হয়।

    Facebook Comments Box


    বাংলাদেশ সময়: ১:৪২ অপরাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    পপ সম্রাট আজম খানের জন্মদিন আজ

    ২৮ ফেব্রুয়ারি ২০১৯

    বসন্ত উৎসবে মিলেছে নগরবাসী

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    মিথিলার অবশেষে ভালোবেসে

    ০৮ ফেব্রুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি