| ১১ নভেম্বর ২০২০ | ৬:৪৮ অপরাহ্ণ
বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ‘ক্যান্ডেল স্টোন রুপালী ব্যাংক গ্রোথ’ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে পুজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। আজ বুধবার (১১ নভেম্বর) বিএসইসির ৭৪৮তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে সভায় কমিশনাররা উপস্থিত ছিলেন। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১৫ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮৫ কোটি টাকা। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।
ফান্ডটির উদ্যোক্তা এবং সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে কেন্ডেলস্টোন ইনভেস্টমেন্টস পার্টনার্স লিমিটেড। এছাড়াও ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ইনভেস্টমেমন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ব্র্যাক ব্যাংক।
বাংলাদেশ সময়: ৬:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan