বিবিএনিউজ.নেট | ২২ ফেব্রুয়ারি ২০১৯ | ৭:১৮ অপরাহ্ণ
বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট রেজিস্টার্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমআরটিএ) চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে শনিবার, ২৩ ফেব্রুয়ারি।
চট্টগ্রাম নগরীর হালিশহর রোডে অবস্থিত সরকারি শারীরিক প্রশিক্ষণ কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান হবে।
পুনর্মিলনীর দিন সকালে ফুটবল ফেস্টের আয়োজন করেছে সংগঠনটি। মোট ১৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
দলগুলো হলো- মীনহার সিকিউরিটিসের মীনহার মার্বেলস, লংকা-বাংলা সিকিউরিটিসের ট্রেড এক্সপ্রেস, আইল্যান্ড সিকিউরিটিসের আইল্যান্ডার, ইবিএল সিকিউরিটিসের ইবিএল, এসএল রয়েল’স, নর্থ-ওয়েস্ট সিকিউরিটিসের এনডব্লিউএসএল সুপার কিংস, এসিএসএল সিকিউরিটিসের অ্যাসোসিয়েট ক্যাপিটাল’স বুলস, ব্র্যাক ইপিএল সিকিউরিটিসের ব্র্যাক ইপিএল ঈগলস, ইউসিবিএল সিকিউরিটিসের ইউসিবিয়ান’স, টিকে সিকিউরিটিসের টিকে এসএসএল কর্পোরেট জায়ান্ট, পিএইচপি সিকিউরিটিসের পিএইচপি ওয়ারিয়র্স, আইডিএলসি সিকিউরিটিসের আইডিএলসি-এসএল- চট্টগ্রাম, বি-রিচের সিকিউরিটিসের বি-রিচ ম্যাট্রিক্স, স্মার্ট সিকিউরিটিসের স্মার্ট কিক, ভিশন সিকিউরিটিসের সুপার ভিশন, চিটাগাং ক্যাপিটালের সিসিএল দূরন্ত ক্যাপিটাল, ইস্টার্ন সিকিউরিটিসের ইএসএসএল, ফুটবল লিগ ছাড়াও এতে ভুরিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকছে।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা।
উল্লেখ্য, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট রেজিস্টার্ড ট্রেডারদের এই সংগঠন ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৭০০। প্রতিবছর সংগঠনটি পুনর্মিলনীর আয়োজন করে থাকে।
বাংলাদেশ সময়: ৭:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed