বিবিএ নিউজ.নেট | ১৬ জানুয়ারি ২০২১ | ২:০২ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লি.(ক্রাউন সিমেন্ট) তার দেশসেরা ৫০ জন চ্যানেল পার্টনার ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে সম্প্রতি গাজীপুরের ব্র্যাক সিডিএম-এ দু’দিনব্যাপী ক্রাউন ফ্যামিলি নাইট অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সেরা চ্যানেল পার্টনারদের পুরস্কৃত করা হয়।
ফ্যামিলি নাইটে উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভাইস-চেয়ারম্যান মো. আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লা, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. এম. আবু ইউসুফ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন তালুকদার, এফসিএ এবং হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস শৈবাল সাহা।
বাংলাদেশ সময়: ২:০২ অপরাহ্ণ | শনিবার, ১৬ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy