নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ জুন ২০২২ | প্রিন্ট | 163 বার পঠিত
পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্ল্যাটফর্মে মঙ্গলবার (১৪ জুন) অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় অন্যান্য পরিচালকসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মিয়া ফজলে করিম (এফসিএ) এবং সাধারণ শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
কোম্পানি সচিব এস এম শহিদুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিনিয়োগকারীদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা এম.মাহফুজুর রহমান (এসিএ)।
আলোচ্য বছরে কোম্পানির বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিষ্ঠানটি গ্রস প্রিমিয়াম ২০২০ সালের তুলনায় ১ কোটি ৯০ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২০২১ সালে ৬১ কোটি ৭৪ লাখ টাকা হয়েছে। যা ২০২০ সালে ছিলো ৫৯ কোটি ৮৪ লাখ টাকা। এছাড়া অবলিখন মুনাফা ২০২১ সালে ২ কোটি ৫৯ লাখ কমে ১১ কোটি ৮০ লাখ হয়েছে যা ২০২০ সালে ছিল ১৪ কোটি ৪০ লাখ টাকা প্রায়। ২০২১ সালে কোম্পানির করপরবর্তী মূনাফা প্রায় ৩০ লাখ টাকা কমে হয়েছে প্রায় ১১ কোটি ৯৫ লাখ টাকা যা ২০২০ সালে ছিল ১২ কোটি ২৫ লাখ ৮৮ হাজার টাকা। এদিকে কোম্পানির ২০২০ সালের তুলনায় ২০২১ সালে সম্পদ বেড়ে ১৫৯ কোটি ৮৪ লাখ টাকা হয়েছে। যা ২০২০ সালে ছিল ১৪৫ কোটি ৪৩ লাখ টাকা।
বছর শেষে কোম্পানির মুনাফা হিসেবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২২.৮০ টাকা। আগের বছর ইপিএস ও এনএভি ছিল যথাক্রমে ২.৮৯ টাকা এবং ২০.৯৮ টাকা। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পর্যালোচনান্তে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা সভায় উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অন্যান্য কর্মসূচির সাথে অনুমোদিত হয়।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুন ২০২২
bankbimaarthonity.com | rina sristy