৪র্থ রমজান

ইফতারের সময় বাকি আছে

00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড

ইফতারের সময় হয়েছে।
ইফতার করুন।

শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য

সেহরির সময় বাকি আছে

00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড

শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য

Advertisement
  • ক্রেতাদের কাছ থেকে সাড়া পেয়েছে এম এল ডায়িং

    | ০১ জুলাই ২০২১ | ২:১৫ অপরাহ্ণ

    ক্রেতাদের কাছ থেকে সাড়া পেয়েছে এম এল ডায়িং
    apps

    এম এল ডায়িংয়ের নতুন ইউনিটের বিষয়ে ক্রেতাদের কাছ থেকে ভাল সাড়া পাওয়া যাচ্ছে। উৎপাদনে আসার আগেই ৪০ টন সুতার রপ্তানি আদেশ পাওয়া গেছে বলে জানিয়েছেন এম. এল. ডাইং লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর মোঃ হুমায়ুব কবির। তিনি বলেন, কোম্পানির উৎপাদিত কটন সুতারও ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। চাহিদা বাড়তে থাকায় আগামী ৭/৮ মাসের মধ্যে উৎপাদনক্ষমতা আরও বাড়াতে হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আগামী তিন মাসের সুতা বুকড হয়ে আছে। ক্রেতাদের কাছ থেকে আরও চাহিদা আসছে। বুধবার (৩০ জুন) গাজীপুরের ভবানীপুরে অবস্থিত এই ইউনিটের উৎপাদন শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেনেছ।

    জানা যায়, পূঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এম এল ডায়িংয়ের নতুন স্পিনিং ইউনিট যাত্রা শুরু করেছে। নতুন এই ইউনিটে ডেনিম ফেব্রিকসের সুতা উৎপাদন করা হবে।

    Progoti-Insurance-AAA.jpg

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন- এম.এল. ডাইং লিমিটেডের পরিচালক সৈয়দ মোঃ তাজুল ইসলাম মার্কেটিং ডিরেক্টর মোঃ হুমায়ুব কবির এবং কোম্পানি সেক্রেটারি এ.কে.এম আতিকুর রহমান।

    কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ডেনিম সুতা ইউনিটের দৈনিক উৎপাদনক্ষমতা ২০ টন। তবে করোনা পরিস্থিতির কারণে সব মেশিন সংস্থাপন করতে না পারায় এই উৎপাদনক্ষমতা বর্তমানে ব্যবহার করা যাবে না। এখন দৈনিক তারা ১০ টন সুতা উৎপাদন হবে।


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ২:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি