বিবিএনিউজ.নেট | ৩১ জুলাই ২০১৯ | ১:৩৫ অপরাহ্ণ
সাংবাদিকতা ও পুলিশের চাকরি-দু’টিই ঝুকিপূর্ণ পেশা-ডিএমপি কমিশনার সাংবাদিকতা ও পুলিশের চাকরি-দু’টি পেশাই ঝুকিপূর্ণ। ঝুকি মাথায় নিয়েই এই পেশার মানুষেরা কাজ করেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সাংবাদিক আব্দুস সালাম মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স এসোশিয়েশনের (ক্র্যাব) গ্রুপ জীবন বীমার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। অন্যায়, অনিয়ম তুলে ধরেন সাহসের সাথে। ক্র্যাব সভাপতি আবুল খায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাব সাধারণ সম্পাদক দীপু সারোয়ার।
আরো বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহ-ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সোহাগ।
উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূদন মন্ডল, খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক গাফফার মাহমুদ, ক্র্যাব সহসভাপতি মিজান মালিক, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১:৩৫ অপরাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |