নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 658 বার পঠিত
রংপুরে মো. হানিফ নামে এক ব্যবসায়ীর বাসার খাটের ভেতর থেকে টিসিবির ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ।
প্রায় সোয়া লাখ টাকা মূল্যের তেল আত্মসাৎ করার দায়ে দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার(১৫ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত গরিব-দুঃখী মানুষের জন্য সরকার টিসিবির ন্যায্যমূল্যে পণ্য ডিলারদের মাধ্যমে বিক্রি করছে। কিন্তু রংপুর নগরের কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে তা মজুত করে রাখছেন। তাঁদের বিরুদ্ধে রংপুর মহানগর পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।
Posted ১:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne