বিবিএনিউজ.নেট | ২৩ অগাস্ট ২০১৯ | ১০:১৩ এএম
চলতি বছরে জুন শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৯ শতাংশ। চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ ছিল ১১ দশমিক ৮৭ শতাংশ। এ হিসেবে তিনমাসের (এপ্রিল-জুন) ব্যবধানে খেলাপি ঋণ কমেছে শূন্য দশমিক ১৮ শতাংশ।
বৃহস্পতিবার খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
এতে বলা হয়েছে, সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৩১ দশমিক ৫৮ শতাংশ, বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩১ ভাগ এবং বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৮ শতাংশ।
২০১৮ সাল শেষে খেলাপি ঋণ ছিল ৯৩ হাজার ৯১১ কোটি টাকা। পরে খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংক ১০ ও ৫০ শতাংশের বদলে ২ শতাংশ হারে ডাউন পেমেন্ট দিয়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়।
কেন্দ্রীয় ব্যাংকের এই সুবিধা ঘোষণার পরও আশানুরূপভাবে কমেনি খেলাপি ঋণ। তিন মাসে খেলাপি ঋণ কমেছে মাত্র শূন্য দশমিক ১৮ শতাংশ।
বাংলাদেশ সময়: ১০:১৩ এএম | শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯
bankbimaarthonity.com | Sajeed