
বিবিএ নিউজ.নেট | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট | 351 বার পঠিত
সবার জন্য বীমা এই মূলনীতিকে সামনে রেখে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠার শুরু থেকে উদ্ভাবনী পণ্য এবং ব্যবসায়িক মডেল প্রণয়নের মাধ্যমে বীমা শিল্পে অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে।
সুশাসন, বিশ্ব মানের জীবন বীমা পণ্য এবং উন্নত গ্রাহক সেবার দ্বারা বীমা শিল্পে ইতিবাচক পরিবর্তন আনাই গার্ডিয়ানের মূল লক্ষ্য।
২০১৪ সালের সেপ্টেম্বর মাসে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এপেক্স, ব্র্যাক এবং স্কয়ার এর সম্মিলিত উদ্যোগে বিশ্বমানের দেশীয় বীমা প্রতিষ্ঠান গার্ডিয়ান যাত্রা শুরু করে।
সম্প্রতি আট বছরের যাত্রা শেষে কোম্পানিটি ৯ম বষের্ পদার্পণ করেছে। ‘সুরক্ষার ছায়ায় কোটি জীবন’ এই নীতিতে সম্প্রতি ৮ম বষর্ পূর্তি উদযাপন করে প্রতিষ্ঠানটি।
বর্ষপূর্তি উপলক্ষে গার্ডিয়ান লাইফ একটি সিগনেচার জিঙ্গেল এবং বিশেষ OVC লঞ্চ করে। যা ছিল প্রতিষ্ঠা বার্ষিকীর অন্যতম আকর্ষণ।
প্রধান কার্যালয় ছাড়াও গার্ডিয়ান লাইফের ৩৮টি আঞ্চলিক ব্রাঞ্চ অফিসেও একই সঙ্গে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
Posted ১:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy