বিবিএনিউজ.নেট | ১০ এপ্রিল ২০১৯ | ১২:১৩ অপরাহ্ণ
গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড এবং সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক লিমিটেড (এসবিএসি)-এর মধ্যে সম্প্রতি এসবিএসি’র প্রধান কার্যালয় ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় এসবিএসি ব্যাংকের সকল ডিপিএস গ্রাহকগণ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের টার্ম লাইফ বীমা সেবার আওতাভুক্ত হবেন।
গার্ডিয়ান লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং এসবিএসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের পক্ষে সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজ্জাদুল করিম, হেড অব ব্যাংকঅ্যাসুরেন্স আহ্মেদ ইশতিয়াক মাহ্মুদ ও আরো অনেক সিনিয়র এক্সিকিউটিভ এবং এসবিএসি’র পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব বিওডি আবু বায়েজিদ এসকে, ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ক্রেডিট মো. আব্দুল মান্নান এবং আরো অনেক সিনিয়র এক্সিকিউটিভসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২:১৩ অপরাহ্ণ | বুধবার, ১০ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed