
বিবিএ নিউজ.নেট | সোমবার, ২২ মার্চ ২০২১ | প্রিন্ট | 394 বার পঠিত
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সেফালো বাংলাদেশ লিমিটেডের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পক্ষে ভারপ্রাপ্ত সিইও শেখ রকিবুল করিম এবং সেফালো বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস মাহমুদ শাওন সম্প্রতি নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন।
এই চুক্তির মাধ্যমে সেফালো বাংলাদেশ লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারী জীবন বীমা সুবিধার পাশাপাশি চিকিৎসা সেবাও উপভোগ করবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে মাহমুদ আফসার ইবনে হোসেন, এসভিপি অ্যান্ড হেড অফ গ্রুপ ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট; ইফতেখার আহমেদ, হেড অফ সিআরএম; সুমাইয়া মাহজাবিন, সিনিয়র অফিসার, কাস্টমার সার্ভিস; মির্জা রাশেদ নেওয়াজ, অফিসার, কর্পোরেট সেলস এবং সেফালো বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সাজ্জাদুল ইসলাম শান্ত, এইচআর ও অ্যাডমিন অফিসার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ৫:১৬ অপরাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy