• গুরুত্বহীন ম্যাচের উত্তাপ বাড়াচ্ছে শততম ম্যাচের সমীকরণ

    বিবিএনিউজ.নেট | ০৬ জুলাই ২০১৯ | ১২:৪৮ অপরাহ্ণ

    গুরুত্বহীন ম্যাচের উত্তাপ বাড়াচ্ছে শততম ম্যাচের সমীকরণ
    apps

    প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। আজ শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে তারা। ম্যাচটি অসিদের জন্য তাই নিয়মরক্ষার। কিন্তু এই নিয়মরক্ষার ম্যাচে প্রোটিয়াদের যদি হারাতে পারে ফিঞ্চ-ওয়ার্নাররা, তবে লিগ সেরা হয়েই সেমিফাইনাল খেলবে তারা।

    এদিকে নিয়মরক্ষার এই ম্যাচটি অন্য এক কারণে আজ পাচ্ছে বাড়তি গুরুত্ব। এটি হতে চলেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার শততম ওয়ানডে ম্যাচ। ম্যানচেস্টারের বিখ্যাত ওল্ড ট্রাফোর্ডে এই ম্যাচকে জয় দিয়ে রাঙিয়ে তুলতে তাই মরিয়া হয়ে আছে দু’দলই।

    Progoti-Insurance-AAA.jpg

    চলুন এবার এক নজরে আগের ৯৯ দেখায় এ দুই দলের বেশ কিছু পরিসংখ্যান জেনে নেয়া যাক :

    ১. আগের ৯৯ দেখায় দক্ষিণ আফ্রিকার চেয়ে মাত্র ১ জয় বেশি অস্ট্রেলিয়ার। প্রোটিয়াদের ৪৭ জয়ের বিপরীতে অসিদের জয় ৪৮ ম্যাচে। বাকি ৪ ম্যাচের ৩টি টাই এবং ১টি পরিত্যক্ত হয়।


    ২. বিশ্বকাপেও জয়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। বিশ্বমঞ্চে ৫ বারের দেখায় প্রোটিয়াদের ১ জয়ের বিপরীতে অসিদের জয় ৩ ম্যাচে। বাকি ম্যাচটি হয় টাই।

    ৩. দলীয় সর্বোচ্চ :
    দক্ষিণ আফ্রিকা : ৪৩৮/৯, জোহানেসবার্গ, ২০০৬
    অস্ট্রেলিয়া : ৪৩৪/৪, জোহানেসবার্গ, ২০০৬

    ৪. দলীয় সর্বনিম্ন :
    দক্ষিণ আফ্রিকা : ৬৯/১০, সিডনি, ১৯৯৩
    অস্ট্রেলিয়া : ৯৩/১০, কেপ টাউন, ২০০৬

    ৫. সর্বোচ্চ রান সংগ্রাহক :
    জ্যাক ক্যালিস- ৪৭ ইনিংসে ১৬৩৯ রান
    রিকি পন্টিং- ৪৮ ইনিংসে ১৮৭৯ রান

    ৬. সেরা ইনিংস :
    কুইন্টন ডি কক- ১৭৮ রান, সেঞ্চুরিয়ন, ২০১৬
    ডেভিড ওয়ার্নার- ১৭৩ রান, কেপ টাউন

    ৭. সর্বোচ্চ উইকেট শিকারি :
    শেন ওয়ার্ন- ৪৪ ইনিংসে ৬০ উইকেট
    শন পোলক- ৪২ ইনিংসে ৫৫ উইকেট

    ৮. সেরা বোলিং :
    মাখায়া এনটিনি- ৬/২২, কেপ টাউন, ২০০৬
    অ্যান্ডি বিচেল- ৫/১৯, সিডনি

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১২:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুলাই ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ছোটপর্দায় আজকের খেলা

    ০৪ জানুয়ারি ২০১৯

    ছিটকে পড়লেন হার্দিক পান্ডিয়া

    ২১ ফেব্রুয়ারি ২০১৯

    Archive Calendar

  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি