নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 321 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দর বাড়ার বা গেইনার তালিকায় শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার প্যারমাউন্ট টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪.৪০ টাকায়। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫৯.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্যারামাউন্ট টেক্সটাইল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯.৭৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৮.৯০ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৮.৫৭ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৮.৫২ শতাংশ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৭.৫৪ শতাংশ, ওয়ালটনের ৭.৪৯ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৭.২৭ শতাংশ এবং নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.২৭ শতাংশ বেড়েছে।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan