• গোল্ডেন হার্ভেস্টের রাইট আবেদন শেষ ৩০ ডিসেম্বর

    বিবিএনিউজ.নেট | ২৯ ডিসেম্বর ২০১৯ | ১২:২৯ অপরাহ্ণ

    গোল্ডেন হার্ভেস্টের রাইট আবেদন শেষ ৩০ ডিসেম্বর
    apps

    পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাইট শেয়ার আবেদন ৩০ ডিসেম্বর শেষ হবে। কোম্পানিটির রাইট আবেদন ৮ ডিসেম্বের শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

    এর আগে গত ১ অক্টোবর কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    Progoti-Insurance-AAA.jpg

    জানা গেছে,কোম্পানিটির ৩:৪ ( অর্থাৎ ৩টি রাইট শেয়ার দিবে ৪টি সাধারণ শেয়ারের বিপরীতে) হারে রাইট ইস্যু করবে। অভিহিত মূল্যে এই শেয়ার কিনতে পারবেন বিনিয়োগকারীরা। রাইটের মাধ্যমে কোম্পানিটি ৮ কোটি ৯৯ লাখ ৩২ হাজার ৩৪২টি শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ৮৯ কোটি ৯৩ লাখ ২৩ হাজার টাকা উত্তোলন করবে।

    রাইটের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ডিস্ট্রিবিউশন চ্যালেন এবং ঋণ পরিশোধ করবে বলে জানায়।


    কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টেমন্ট এবং আলফা ক্যাপিটাল ম্যানেজেমন্ট লিমিটেড।

    ৩০ সেপ্টেম্বর ২০১৮ হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৯৬ পয়সা।

    ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৯১ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১০৯ কোটি ৫১ লাখ ১০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৯৯ লাখ ৯ হাজার ৭৯০টি । এর মধ্যে ৩৩ দশমিক ০৩ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৬ দশমিক ৫৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২০ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে।

    উল্লেখ্য, কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে “এ” ক্যাটাগরিতে অবস্থান করছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১২:২৯ অপরাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি